কাপাসিয়ার বড়চালা মাদ্রাসা শিক্ষকের নারী কেলেঙ্কারিতে তোলপাড়
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ার বড়চালা আমির উদ্দিন দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক রুবেল আহম্মেদের অপসারণ দাবি করেছেন এলাকাবাসী।
বুধবার থেকে নারী কেলেঙ্কারির অভিযোগ তুলে অভিভাবক ও শিক্ষার্থীরা তার অপসারণ দাবি করছেন।
এলাকাবাসী জানান, গত মঙ্গলবার রাতে কেন্দুয়াব গ্রামে প্রতিবেশী এক নারীর সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন শিক্ষক রুবেল আহম্মেদ। পরে তাকে স্থানীয়রা ধোলাই দেন।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসার সুপার ও সভাপতি সমাধানের আশ্বাস দিলে এলাকাবাসী বিক্ষোভ থেকে সরে আসেন।
একাধিক অভিভাবক জানান, ওই শিক্ষক লম্পট প্রকৃতির। সুপার অাকবর আলী শেখ তাকে টাকার বিনিময়ে নিয়োগ দিয়েছেন। তার বিরুদ্ধে ছাত্রীদের সাথে খারাপ আচরণের অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক রুবেল আহম্মেদের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি তাজউদ্দিন মাস্টার আলোকিত নিউজকে বলেন, এলাকাবাসী জোরালোভাবে বলেছেন ঘটনা সত্য। শনিবার মাদ্রাসা খোলার পর অামরা সিদ্ধান্ত নেব।
Comments are Closed