Main Menu

গাজীপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ আটক-৯৪

সাইফুল ইসলাম খান
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের জয়দেবপুর ও টঙ্গী থানা এলাকায় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৯৪ জন নারী-পুরুষকে আটক করেছে জেলা পুলিশ। মঙ্গলবার ১৫টি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার ইন্সপেক্টর (ডিআই-২) মো: মমিনুল ইসলাম জানান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদের নির্দেশে জয়দেবপুর থানা এলাকার হোতাপাড়া, ভোগড়া, কোনাবাড়ি চান্দনা ও টঙ্গীর থানা এলাকার ১৫টি আবাসিক হোটেলে অভিযান চালায় পুলিশ। এ সময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৪৪ নারী এবং ৫০ পুরুষকে আটক করা হয়েছে।






Comments are Closed