Main Menu

আগামীকাল মঙ্গলবার কাপাসিয়ায় আসছেন প্রধান নির্বাচন কমিশনার

প্রধান নির্বাচন  কমিশনার কে এম নূরুল হুদা আগামীকাল ২২ আগস্ট মঙ্গলবার সরকারী সফরে গাজীপুরের কাপাসিয়ায়  আসছেন । তিনি  ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী -২০১৭ এর রেজিষ্ট্রেশন কার্যক্রম পরিদর্শন উপলক্ষে  কাপাসিয়া উপজেলা সফর করবেন।

বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব(সংস্থাপন-২) মোঃ শাহ আলম বিজ্ঞাপন চ্যানেলকে জানান, প্রধান নির্বাচন কমিশনার  কে এম নূরুল হুদা মঙ্গলবার  সকাল ১১ টায় কাপাসিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করবেন। পরে দুপুর ১২ টায় উপজেলার রায়েদ ইউনিয়নের হাইলজোর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী-২০১৭ এর রেজিষ্ট্রেশন কার্যক্রম পরিদর্শন করবেন।

প্রধান নির্বাচন  কমিশনার কাপাসিয়ায় আগমন উপলক্ষে স্থানীয় প্রশাসন ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।






Comments are Closed