Main Menu

কাপাসিয়ায় ক্ষেতের পানিতে ডুবে ৩ মেয়ে শিশুর মৃত্যু

কাপাসিয়া (গাজীপুর): কাপাসিয়া উপজেলার  কড়িহাতা ইউনিয়নের হিজলীয়া গ্রামে ২১ আগস্ট মঙ্গলবার বেলা আড়াইটায় বাড়ি সংলগ্ন  ক্ষেতের পানিতে খেলতে গিয়ে ৩ মেয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কাপাসিয়া থানার এস আই জাহিদুর রহমান বাদল বিজ্ঞাপন চ্যানেলকে জানান, বাড়ি সংলগ্ন স্থানীয় লুৎফর মেম্বারের ক্ষেতের পানিতে খেলতে গিয়ে  হিজলীয়া গ্রামের আব্দুল মোতালিবের মেয়ে মোরশিদা আক্তার (৫), রুহুল আমীনের মেয়ে সাকিরিন(৩) ও মনোহরদী উপজেলার নিশ্চিন্তপুরের আব্দুর রশিদের মেয়ে হাবীবা(১১) নামে ৩ শিশু মারা গেছে। হাবিবা তার নানার বাড়িতে বেড়তে এসেছিল। হিজলীয়া গ্রামের আব্দুল আলী তার নানা।

রাত ৯টায় জানাযা শেষে তাদের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে জানান স্থানীয় শাহীন সরকার ও মামুন গাজী।






Comments are Closed