Main Menu

বাংলাদেশের নারীরাই ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বেশী এগিয়ে যাবে-এনআইখান

স্টাফ রিপোর্টার
‘বাংলাদেশর নারীরা পুরুষদের তুলনায় বেশী ধীর স্থীর। তারা অনেক বুদ্ধির অধিকারিও বটে। সম্প্রতি বিভিন্ন পাবলিক পরিক্ষায় তাদের রেজাল্ট পুরুষদের তুলনায় ভাল পাওয়া যাচ্ছে।   আবহমান কাল থেকে অনেক কাজেই  নারীরা অগ্রণী ভূমিকা রাখছেন। বর্তমান সভ্যতার পিছনে তাদের অবদান অনস্বীকার্য। আর ফ্রিল্যান্সিং এর মত বুদ্ধিবৃত্তিক কাজে তারা বেশী পারদর্শী হবেন এটাই স্বাভাবিক।
আজ শনিবার (১৩ ফেব্রুয়ারী) সকালে মাগুরা পিটিআই পাড়ায় জাতীয় মহিলা সংস্থা কর্তৃক আয়োজিত কম্পিউটার বেসিক  ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনি পুরস্কার বিতরণী ও পিঠাপুলি উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান (এন.আই.খান)। 
Magura Pitha Utshob Image 4

তিনি আরো বলেন-জ্ঞানের রাজ্যে পুরুষ নারীর কোন ভেদাভেদ নেই। কম্পিউটার জ্ঞান অর্জন করে একজন পুরুষ যেমন ঘরে বসে ডলার আয় করতে পারেন। নারীরাও তা থেকে কোন অংশে কম যান না। তারাও ইচ্ছে করলেই এ কাজে স্বাচ্ছন্দের সাথে অংশগ্রহণ করতে পারেন। বরং এক্ষেত্রে নারীদের সুবিধা অনেকাংশে বেশীই আছে। একারণে তিনি নারীদের বেশী বেশী ফ্রিল্যান্সিং এ যুক্ত হতে আহবান জানান।

মাগুরা জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাজমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ  অতিথি ছি‌লেন মাগুরা সরকারি কলেজের অধ্যক্ষ প্র‌ফেসর মো: শাহাজ উদ্দীন, বি‌নোদপুর ডি‌গ্রি ক‌লেজের অধ্যক্ষ ‌মোঃ খাইরুজ্জামান,  মাগুরা জেলা প্রশাসনের এনডিসি ‌মোঃ র‌বিউল হাসান, ঢাকা গার্হস্থ্য অর্থনী‌তি ক‌লেজের সহকারি অধ্যাপক  ফ‌রিদা পারভীনসহ অন্যরা।Magura Pitha Utshob Image 3
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন মাগুরা সরকা্রি কলেজের সহকারি অধ্যাপক খান শফি উল্লাহ।
 





Comments are Closed