Friday, December 29th, 2023
রিমির পক্ষে ভোট চাইলেন সোহেল তাজ
আমাদেরগাজীপুর ডেস্ক: গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বোন সিমিন হোসেনের (রিমি) নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন তানজিম আহমেদ সোহেল তাজ। তিনি নৌকা প্রতীকে সবার কাছে ভোট চেয়েছেন। গত বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার টোক ইউনিয়নের সরযুবালা, নয়াসাংগুন, উলুসারা, টোক নগর, বড়চালা, উজলী দীঘিরপাড়, বারিষাব ইউনিয়নের দামুয়ার চালা, সরকার টেক, নরোত্তমপুর, দুলালপুরে নির্বাচনী প্রচারণায় বোনের সঙ্গে ছিলেন সোহেল তাজ। টোক ইউনিয়নের সরযুবালা বালিকা উচ্চবিদ্যালয় মাঠে পূর্বনির্ধারিত নির্বাচনী পথসভায় তিনি বক্তব্য দেন। নির্বাচিত হলে আগামীতেও সিমিন হোসেন মানুষের জন্য নিবেদিত হয়ে কাজ করবেন জানিয়ে সোহেল তাজ বলেন, ‘আপনারা আমার বোনেরRead More