Sunday, February 12th, 2023
কাপাসিয়ায় যুবকের ৩ মাসের কারাদণ্ড
গাজীপুরের কাপাসিয়ায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানি চেষ্ঠার অপরাধে মো. শাহরুখ খান রনি (২১) নামের এক যুবককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে উপজলো সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসাইন এ আদশে দেন। রনি কাপাসয়িা উপজলোর সিংহশ্রী ইউনিয়নের কপালশ্বের গ্রামের মো. মোস্তফার ছেলে। আদালত সূত্র জানায়, রোববার দুপুরে উপজলোর কপালশ্বের উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনির দুই ছাত্রী টিফিন আনতে বিদ্যালয় সংলগ্ন বাজারে গেলে মো. শাহরুখ খান রনি ছাত্রীদেরকে ডেকে নির্জন গলিতে নিয়ে যান। এ সময় এক ছাত্রী ছুটে গিয়ে আশপাশের লোকজনকে বিষয়টি জানায়। তখন বাজারের ব্যবসায়ী ও উপস্থতি লোকজনRead More