Thursday, February 17th, 2022
জয়দেবপুর রেলক্রসিংয়ে ভোগান্তি
আমাদের গাজীপুর রিপোর্ট : প্রায় ১৩৮ বছরের পুরনো এই শহরের প্রবেশ মুখেই রয়েছে জয়দেবপুর রেলক্রসিং। আর এই রেলক্রসিং পার হয়ে তবেই না যেতে হয় শহরের গুরুত্বপূর্ণ সব জায়গায়। এদিকে গাজীপুর দেশের সর্ববৃহৎ সিটি করপোরেশন হলেও এখনো অব্দি মানুষের মনে ভোগান্তির আরেক নাম জয়দেবপুর রেলক্রসিং। স্থানীয় মানুষেরা মনে করেন, চীনের দু:খ হুয়াংহো নদী, মিশরের দু:খ নীল নদ হলেও গাজীপুর বাসির দু:খ নামে খ্যাত জয়দেবপুর রেলক্রসিং। কারন যেখানে সব সময়ই তীব্র যানযট লেগে থাকে। গাজীপুর পৌরসভা থেকে দেশের সবচেয়ে বৃহৎ সিটি করপোরেশন হিসেবে মর্যাদা লাভের পর শহর থেকে মহানগরীতে পরিণত হয়েছে। সেইRead More