Tuesday, September 11th, 2018
কাপাসিয়ায় বজ্রপাতে নিহত-১ আহত-১৫
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মঙ্গলবার বিকেলে বজ্রপাতে এক ব্যাক্তি নিহত এবং নারীসহ দশজন আহত হয়েছেন। নিহত ব্যাক্তি গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের চুঙ্গারচালা গ্রামের ইজ্জতপুর এলাকার আকমত আলীর ছেলে মমতাজ উদ্দীন (৪২)। আহতরা হলেন কাপাসিয়া উপজেলার আমরাইদ এলাকার হানিফ মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৫), স্থানীয় রায়েদ গ্রামের আব্দুল বাতেন মিয়ার ছেলে মো. মোস্তফা (৪৫), দড়ি ভাকুয়াদি গ্রামের রমিজ উদ্দিনের ছেলে মোস্তফা কামাল (৪৪), একই গ্রামের আছর আলীর ছেলে মো. ইব্রাহিম (৪৫), হাইলজোর গ্রামের আসমত আলীর ছেলে মো. এবাদুল্লাহ (৫০), একই গ্রামের আব্দুল মোতালেবের ছেলে ইউনুছ আলীRead More
ঘুরে এলাম রাষ্ট্রপতির মিঠামইনের বাড়ি
সাইদুল ইসলাম রনি, কাপাসিয়া প্রতিনিধি: বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রি বঙ্গতাজ তাজউদ্দিন আহমদের জন্মভূমি কাপাসিয়া স্টুরিষ্ট এসোসিয়েশন ২টি বাসে চড়ে কাপাসিয়া বাজার থেকে সকাল ৭ টার দিকে যাত্রা শুরু করে। করিমগঞ্জের চামড়া বন্দর পৌাছি তখন বেলা ১১টা। নৌকা ছাড়তেই চোখ জুড়িয়ে গেল, শরীরও জুড়াল হিমেল বাতাসে। সাদা পানি ঘোলা জল কালী নদীর কালো জল, শরতের নীল আকাশ, পূবালী বাতাসে ইঞ্জিন চালিত ট্রলার ভট ভট আওয়াজও আমাদের কানে যেন সুরেলা হয়ে ওঠে। কালোপানির নদী পেরোতে না পেরোতে হাওরের দেখা পাই। চারদিকে দিগন্তজুড়ে পানির মাঝে সাদা সাদা হাওরের স্থল, এটাই জনপদ পার হওয়ারRead More