Thursday, July 12th, 2018
কাপাসিয়ার সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি ) ঃ স্বামীর বাড়ী থেকে বাপের বাড়ী যাওয়ার সময় ঢাকা কিশোরগঞ্জ সড়কের কাপাসিয়া দিঘীরপার এলাকায় গতকাল বুধবার নান্দাইলগামী সিএনজিকে জলসিড়ি পরিবহন (নং ৫০৬৭) ধাক্কা দিলে আছিয়া (৩০) নামক এক নারীর মৃত্যু হয়। আছিয়া নান্দাইল গ্রামের আ. বাছেদের মেয়ে। উপজেলার টোক ইউনিয়ন ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আ. বাতেন বলেন, লাশ আমরাইদ সেবা হাসপাতালে রাখা হয়েছে। জলসিড়ি মালিক পক্ষ ও বাপের বাড়ীর লোকজন আসতেছে মিমাংসা হবে। কাপাসিয়া থানার এস আই সফিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আছিয়ার বাপের বাড়ী পাবনা জেলায়। আছিয়া ওRead More
বিশ্ব জনসংখ্যা দিবসে কাপাসিয়ায় র্যালি
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি) ঃ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে গতকাল বুধবার দুপুরে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শহরে র্যালি ও আলোচনা হয়। ইউএনও মাকছুদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (টিএস) ডা. আবদুস সালাম সরকার, পরিবার পরিকল্পনা অফিসার আবদুর রহিম, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আ. হাই প্রমুখ উপস্থিত ছিলেন।