Wednesday, May 23rd, 2018
মা’কে দেখাতে কাশিমপুর কারা ফটকে অভিনেত্রী তাজিন আহমেদের লাশ
গাজীপুর প্রতিনিধি (মঞ্জুর হোসেন মিলন) : নিহত অভিনেত্রী তাজিন আহমেদ এর লাশ তার মা দিলারা জলিকে দেখাতে গাজীপুরের কাশিপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে নেয়া হয়েছিল। বুধবার সকালে এ্যাম্বুলেন্স করে তার লাশ পরিবারের সদস্যরা কারাফটকে নিয়ে আসেন। কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার উম্মে সালমা জানান, অভিনেত্রী তাজিন আহমেদের মা চেক ডিজঅনার মামলায় ২ বছর বেশি সময় যাবৎ এ করাগারে বন্দি রয়েছেন। শেষবারের মতো মাকে দেখাতে তাজিনের লাশ সকাল পৌণে ৮টার দিকে এ কারা ফটকে আনা হয়। পরে তাজিনের মাকে কারাগারের ভেতর থেকে কারা ফটকে এনে মেয়ের লাশ দেখানো হয়। সাড়ে ৮টায়Read More