Saturday, May 19th, 2018
কৃষকলীগ আয়োজনে কাপাসিয়ায় উন্নয়ন কার্যক্রম প্রচার ও ইফতার
কাপাসিয়া প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি) ঃ বাংলাদেশ কৃষকলীগ কাপাসিয়া সদর ইউনিয়ন শাখা’র উদ্যোগে সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচার ও ইফতারের আয়োজন করা হয়। সদর ইউনিয়ন সভাপতি শাকিল হাসানের সভাপতিত্বে ১৮ মে সন্ধায় টায় উপজেলার মোল্লা টাওয়ারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকলীগ কেন্দ্রীয় সভাপতি জাকসু সাবেক ভিপি মোতাহার হোসেন মোল্লা। কৃষকলীগ কেন্দ্রীয় উপদেষ্টা শিল্পপতি আলম আহমেদ, কৃষকলীগ নেতা শাহ্ জানি আলম কনক, আইন উদ্দীন, মাহবুবুল আলম বাবলু, হাফিজুল হক চৌধূরী আইয়ুব, আমিনুল ইসলাম তোতা প্রমুখ উপস্থিত ছিলেন।
কাপাসিয়া কুকুর কামড়ে গবাদিপশু আহত-৮, নেই প্রতিষেধক
কাপাসিয়া প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি)ঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলা বেলাশী গ্রাম ও তাঁর আশপাশে বেপোরোয়া কুকুড়ের কামড়ে হতদরিদ্র কৃষকের ৫ গরু ও ৩ ছাগল গরুতর আহত রয়েছে। এতে কৃষকরা চিন্তিত ও কুকুর আতঙ্কে ভুগছে। শনিবার সকালে এসব ঘটনা ঘটে। প্রতিনিয়ত এমন ঘটনার পরও কুকুরের প্রতিষেধক নেই বলে জানান উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারী সার্জন ডা. মো. আবদুল্লাহ শামীম। আহত গরুগুলো হলো, উপজেলার বেলাশী গ্রামের কৃষক আবুল হাশেম মিয়ার ১টি ষাঁড় গরু, কৃষক হাবীবুর রহমানের ২টা গরু, রাশিদা বেগমের ২টা গরু। একই গ্রামের কসাই পাড়ার নামক স্থানে নাম প্রকাশে অনিচ্ছুক এক হুজুরের কয়েকটিRead More