Monday, May 7th, 2018
জাল টাকা ও সরঞ্জাম- কাপাসিয়ায় বিদেশি নাগরিকসহ গ্রেফতার চার
কাপাসিয়া প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি) : গাজীপুরের কাপাসিয়া উপজেলার তঁরগাও ইউনিয়ন মৈশন গ্রামের মিয়ার বাজার থেকে জাল টাকা ও সরঞ্জামসহ দুই বিদেশি নাগরিক ও স্থানীয় দুই যুবককে আটক করেছে কাপাসিয়া থানা পুলিশ। ৭ মে সোমবার দুপুর সারে বারোটার দিকে এক লক্ষ দুই হাজার টাকা ও সরঞ্জামসহ তাদেঁর আটক করা হয়। আটককৃতরা হলো, নাইজেরিয়ান মি. কে ডি (৫০), অজ্ঞাতনামা নারী (৪২), উপজেলার মৈশন গ্রামের সোলায়মানের ছেলে আলমগীর হোসেন (৩৭), তাঁর আরেক ছেলে সোহান ( ২৮)। মিয়ার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলী হোসেন চৌধুরী রোকজু জানান, বাজার সংলগ্ন রাস্তায় বিদেশি নাগরিকসহ কয়েকজন হট্রগোলRead More