Wednesday, March 21st, 2018
উন্নয়নশীল দেশে উন্নীত হতে প্রোল্টি শিল্পকে রক্ষা করতে হবে– মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মঞ্জুর হোসেন মিলন, গাজীপুর : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, বর্তমান সরকারের উন্নত টেকনোলজি ব্যবহার করে উৎপাদনকারী, পরিবেশক ও খামারীরা মাছ, মাংস ও ডিমে সয়ংসম্পূর্ণ হয়েছেন। বুধবার (২১ মার্চ) দুপুরে গাজীপুরের কাপাসিয়া উপজেলার দস্যু নারায়ণপুর এলাকায় ছোঁয়া এগ্রো প্রোডাক্টস্ লিমিটেডের বার্ষিক পরিবেশক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, গাজীপুর ঢাকার নিকটবর্তী হওয়ায় এর অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশী। গাজীপুর পোল্ট্রি সমৃদ্ধ জেলা। দেশের প্রোটিনের চাহিদার বিপুল অংশ এখান থেকে মিটিয়ে থাকে। ২০২৪ সাল পর্যন্ত এই ধারা ধরে রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। পোল্ট্রিRead More