Tuesday, February 16th, 2016
গণতান্ত্রিক বিকেন্দ্রিকরণ ও কার্যকর স্থানীয় সরকার আইন চাই
স্টাফ করেসপন্ডেন্ট মাগুরায় গণতান্ত্রিক বিকেন্দ্রিকরণ ও কার্যকর স্থানীয় সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে সমন্বিত আইনের দাবিতে আজ মাগুরা শহরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মাগুরা জেলা প্রচারাভিযান কমিটি এ লক্ষ্যে সদর উপজেলা পরিষদ চত্ত্বরের সামনে আলোচনা সভার আয়োজন করে। পরে শহরে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রোস্তম আলি, জেলা প্রচারাভিযান কমিটির আহ্বায়ক কাজি কামরুজ্জামান সহ অন্যান্যরা। র্যালী শেষে তারা মাগুরা জেলা প্রশাসকের কার্য়ালয়ে স্মারকলিপি পেশ করা হয়।