কাপাসিয়ায় এফএসএল ক্রিকেট টুর্নামেন্ট শুরু
এ এইচ সবুজ, গাজীপুর: ‘শিক্ষা, ক্রীড়া ও সেবা দিয়ে গড়ে তুলবো আমাদের সমাজ’ এই শ্লোগান নিয়ে ফরাজী ফ্যামিলী ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার ( ৯ ফেব্রুয়ারি) শুরু হয়েছে ফরাজী সুপার ক্রিকেট লীগ সিজন-৪।
মাসব্যাপী হতে যাওয়া এ টি-টোয়েন্টি লীগে খেলছে ১২টি দল। খেলা হচ্ছে কাপাসিয়ার ঘাগটিয়া ইউনিয়নাধীন খিরাটী এ কে উচ্চ বিদ্যালয় মাঠ ও ঘাগটিয়া চালা ওয়েলফেয়ার ক্লাব মাঠে। জাঁকজমকপূর্ণ এই ক্রিকেট লীগে ক্রিকেটীয় সব আয়োজনে পরিপূর্ণ।
ফেসবুক ও ইউটিউবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সম্পূর্ণ খেলা দেখানো হচ্ছে। এ টুর্নামেন্টে আছে ডিজিটাল স্কোরবোর্ড, ধারাভাষ্য এবং চোখে পড়ার মতো বিপুলসংখ্যক দর্শক।
আয়োজিত সুপার লীগের আয়োজন করেছে উপজেলার স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন ফরাজী ফ্যামিলী ফাউন্ডেশন। আয়োজকরা জানান, ইতোমধ্যে খেলার জন্য মাঠ পুরোপুরি প্রস্তুত। উদ্বোধনী দিনে সকালের ম্যাচে খিরাটী যুব কল্যাণ সংঘের বিপক্ষে খেলে টিম ঘাগটিয়া এবং বিকেলে আ.স.ম হান্নান শাহ স্মৃতি সংসদের বিপক্ষে খেলে চরণীলক্ষী সূর্য তরুণ ক্রিকেট একাদশ।
অংশগ্রহণকারী দলগুলো হলো: কামারগাঁও জয়বাংলা ক্লাব, ডা: শামসদ্দীন মেমোরিয়াল একাডেমী, খিরাটী যুব কল্যাণ সংঘ, চরণীলক্ষী সূর্য তরুণ ক্রিকেট একাদশ, ইউনাইটেড স্পোটিং ক্লাব, চর সনমানিয়া সোনালী ক্লাব, একতা তরুণ সংঘ, দ্যা ঈগলস, আ.স.ম হান্নান শাহ স্মৃতি সংসদ, টিম ঘাগটিয়া, পরাণ একতা স্পোটিং ক্লাব, বাওরাইদ ফায়ারফক্স।
এ বিষয়ে ফরাজী ফ্যামিলী ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির ফরাজী জানান, ফরাজী ফ্যামিলী ফাউন্ডেশন ইতিপূর্বেই বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মধ্য দিয়ে এলাকাবাসির কাছে ইতিবাচক আস্থা অর্জন করেছে।
এদিকে উদ্বোধনী ম্যাচের আগে এবারের চতুর্থ আসরে অংশ নেওয়া ১২টি দলের মধ্যে জার্সি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- ঘাগটিয়া ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ (হিরণ মোল্লা), উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ডা: মোজাম্মেল হক পিন্টু, খিরাটী একে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ দবির হোসেন ও ফরাজী ফ্যামিলী ফাউন্ডেশন এবং সুপার লীগের কর্মকর্তাবৃন্দ।
Comments are Closed