Main Menu

গাজীপুরে কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি অব্যাহত

আমাদের গাজীপুর রিপোর্ট: পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) সদস্যরা। গতকাল বৃহষ্পতিবার গাজীপুর কালেক্টরেট চত্বরে অবস্থান কর্মসূচি ও পূর্ণ দিবস কর্মবিরতি অব্যাহত। মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ দপ্তরের পদোন্নতি বঞ্চিত ক্ষুব্ধ কর্মচারীরা দাবী আদায়ে মাসব্যাপী কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
নেতৃবৃন্দের দাবি, তহশীলদার পদবি পরিবর্তন করে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও সহকারী তহশীলদার পদবি পরিবর্তন করে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা করা হয়েছে। পদবি পরিবর্তনের সাথে সাথে বেতন গ্রেড পাঁচ ধাপ উন্নীত করা হয়। আগে যারা ১৬ তম গ্রেডে ছিলেন তারা ১১তম এবং ১৭ তম গ্রেড হতে ১২ তম গ্রেডে উন্নীত হয়েছে। অথচ বাংলাদেশ বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী সমিতি (বাবিককাকস) ও বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) সদস্যদের দাবি থেকে বঞ্চিত করা হয়েছে। দাবি বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) গাজীপুর জেলা কমিটির সভাপতি ফিরোজ আহমেদের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি আজাহারুল হোসেন, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মো: সিরাজউদ্দৌলা, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, সহ- সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, সহ- সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর চন্দ্র দাস, নির্বাহী সদস্য মোহাম্মদ মীর কাশেম প্রমুখ।
কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মো: সিরাজউদ্দৌলা জানিয়েছেন, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতিত পহেলা মার্চ থেকে শুরু হওয়া কর্মসূচী ৬ মার্চ, ৮ থেকে ১০ মার্চ, ১৩ থেকে ১৬ মার্চ এবং ২০ থেকে ২৪ মার্চ পর্যন্ত সকাল নয়টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে বিকেল পাঁচটা পর্যন্ত কর্মবিরতি এবং ব্যানারসহ অফিস চত্বরে অবস্থান করা হবে। ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, ১৭ মার্চ জন্মদিবস ও জাতীয় শিশুদিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রতি শ্রদ্ধা রেখে কর্মসূচি স্থগিত থাকবে বলে তিনি জানান।
কর্মসূচী চলাবস্থায় বক্তারা বলেন, ভূমি মন্ত্রণালয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা পদে উন্নীত করে বেতন স্কেল পরিবর্তন করেছে। অথচ জনপ্রশাসন মন্ত্রণালয়াধীন কর্মচারীদের একই দাবি বারবার উপেক্ষিত হচ্ছে।






Comments are Closed