Main Menu

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের ফুলজান বেগম (৫৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফুলজান বেগম মারা যান ।

আশুলিয়া থানায় করা একটি মামলায় কারাবন্দি ফুলজান বেগম টাঙ্গাইলের ঘাটাইল থানার সোনারদলি এলাকার তারা মিয়ার স্ত্রী।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেল সুপার হালিমা খাতুন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৫ ফেব্রুয়ারি ফুলজান বেগম কারাগারে অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি চিকিৎধীন ছিলেন। আজ মঙ্গলবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।






Comments are Closed