কাপাসিয়ায় ৪ গ্রামে বিদ্যুৎ লাইন উদ্বোধন
কাপাসিয়া(গাজীপুর)প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এ স্লোগানে গাজীপুরের কাপাসিয়ায় সিংহশ্রী ইউনিয়নের জাওয়াদি, নয়ানগর ও বারিষাব ইউনিয়নের ডাওরা, ডামুয়ার চালা গ্রামে গতকাল শনিবার সন্ধায় বড়বেড় প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় ১৭ কি.মি. বিদ্যুৎ লাইন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সিমিন হোসেন রিমি এমপি।
স্বাধীনতার ৪৭ বছর পর এ ৪ গ্রামের মানুষ বিদ্যুৎ পেয়ে স্থানীয় এমপির কাছে কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া করেন।
এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, পল্লী বিদ্যুৎতের এজিএম কম আব্দুল আওয়াল রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুন্ম সাধারণ সম্পাদক মহিন আকবর মনজু, রমিজউদ্দিন মাস্টার,আউজ্জামান বাবলু প্রমুখ।
« এমপি প্রার্থী আলম আহমদ – শাহী মসজিদে নামাজ আদায় (Previous News)
(Next News) কাপাসিয়ায় গ্রাম আদালত বিষয়ক সভা »
Comments are Closed