Main Menu

কাপাসিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় – সিমিন হোসেন রিমি এমপির

কাপাসিয়া প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি) : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি শনিবার সাংবাদিকের সাথে মত বিনিময় করেছেন। বিকাল ৫টার দিকে গাজীপুরের কাপাসিয়ার ডাক বাংলোতে এ মতবিনিময় হয়।
এ সময় সাংবাদিকদের সামনে সরকারের নানা উন্নয়ন ও মডেল কাপাসিয়া গড়তে নানা পরিকল্পনা তুলে ধরেন সিমিন হোসেন রিমি। বিশেষ করে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং শতভাগ বিদ্যুৎতায়নের সুবিধাগুলোর নানা দিক তুলে ধরেন।
তিনি বলেন, সারাদেশের সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে চিকিৎসার দিক দিয়ে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থান ষষ্ঠতম। উপজেলা প্রতিটি স্কুল, মাদ্রাসায় স্কাউট দল হয়েছে। বিরান্নবই হাজার মেঘাীওর্য়াড বিদ্যুৎ ও ৩টি সাব সেষ্টন হয়েছে। রাস্তা খাতে প্রায় সাতশত কোটি টাকার কাজ হচ্ছে হবে বলে জানান।
এ সময় কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন (শাওন), সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, যুবলীগের সভাপতি মাহবুব উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান, ছাত্রলীগের সাবেক সভাপতি রাজীব ঘোষ, ছাত্রলীগ সভাপতি আব্দুল কাইয়ুম।
পরে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেন সংসদ সদস্য সিমিন হোসেন রিমি এমপি।






Comments are Closed