Main Menu

শিশুদের সততা স্টোর চালুর উদ্যোগ কাপাসিয়ায় সমাবেশে দুই শতাধিক মা

কাপাসিয়া প্রতিনিধি:বিশ^ মা দিবস উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় উজলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৩ মে রোববার দুপুর ১টার দিকে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান হয়।

সমাবেশে দুই শতাধিক মা অভিভাবক ছিলেন। শিশুদের জন্য সততা স্টোর চালু’র উদ্যোগ নিয়েছে মা অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পরিষদ। শিশুরা নিজেই সাহস, সততা ও সঞ্চয়ী মনোভাব নিয়ে সততা স্টোর থেকে লেখাপড়ার উপকরণ সংগ্রহ করবে।

বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোমতাজ উদ্দিন, পরিচালনা পরিষদ সদস্য জয়নাল আবেদীন, সহকারি শিক্ষক ঝরনা আখতার, তানিয়া, মোরশেদা, বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী জাহিদের মা জোয়েনা, আশমিয়ার মা রাহিমা, ইকরার মা নুপুর, স্থানীয় মসজিদের ইমাম আসাদুল্লাহ মাসুম, সংস্কৃতি কর্মী জাহাঙ্গীর হোসেন, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন নেতা নুরুল আমীন সিকদার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা, শিশুদের সঞ্চয়ী অর্থ থেকে মাকে পুরস্কার, শিশুদের জন্য ব্যাংকে একাউন্ট খোলার বিষয়ে আলোচনা হয়। বিদ্যালয় প্রধান শিক্ষক মোমতাজ উদ্দিন শিশুদের হাতে আঠারো বছরের আগে স্মার্ট ফোন না দেওয়ার জন্য উপস্থিত মা অভিভাবকদের অনুরোধ করেন।

 

 

 

 

 






Comments are Closed