Main Menu

গাজীপুরে ক্যান্সার সচেতনতায় জননীর জন্য পদযাত্রা

গাজীপুর প্রতিনিধি : প্রাণঘাতী ক্যান্সার সচেতনতায় গাজীপুরে ‘জননীর জন্য পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। জরায়ুমুখের ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে সোমবার দুপুরে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে র‌্যালীটি বের হয়।
বাল্যবিবাহ জননীর জরায়ুমুখের ক্যান্সারের অন্যতম কারণ। তাই জননীর ক্যান্সার রোধে সচেতনতা সৃষ্টি করতে ‘বাল্যবিবাহকে জোর না’ এরকম লিফলেট শহরে বিতরণ করা হয়। এবারের প্রতিপাদ্য ‘‘জননীর কাছে সবার আছে জন্ম-ঋণ, জরায়ুমুখের ক্যান্সার সচেতনতায় অংশ নিন’’। র‌্যালী পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন শহীদ তাজ উদ্দীন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: আলী হায়দার খান, শহীদ তাজ উদ্দীন আহম্মদ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: মো: আসাদ হোসেন, ক্যান্সার এওয়ারনেস প্রোগ্রামের প্রধান সমন্বয়কারী ও জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউটের বিভাগীয় প্রধান ডা: মো: হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, সহযোগী অধ্যাপক মনিরুজ্জামান, রোটারী ক্লাব অব ভাওয়াল এর প্রেসিডেন্ট আজহারুল ইসলাম পলাশ, সাবেক সভাপতি আমিরুল ইসলাম সুমন, রোটারী ক্লাব অব গাজীপুর এর প্রেসিডেন্ট মো: জামাল উদ্দিন ও সেক্রেটারী হোসেল রানা।
র‌্যালীতে অংশ নেন চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবী সংগঠন রোটারী ক্লাবের সদস্যরা।



« (Previous News)



Comments are Closed