Main Menu

বারিষাব ইউনিয়নে ২২ বস্তা বি,জি,এফে’র চাল আটক

গাজীপুর,কাপাসিয়া,৪নং বারিষাব ইউপি বাংলাদেশ আওয়ামী লীগ মননিত চেয়ারম্যান এস,এম আতাউজ্জামান (বাবলু) উনি গত কাল ১৯/০৮/১৮ ইং তারিখে বি,জি,এফে’র চাল বিতরণ করেন।

ঐদিন সন্ধায় গিয়াসপুর বাজারে (পরিষদ সংলগ্ন) আঃরশিদ ও মোঃআনোয়ারে’র দোকানে (বি,জি,এফ) ২২ বস্তা চাল আটক করেন স্থানিয় এলাকা বাসি ও আওয়ামী লীগ,যুবলীগ,এবং ছাত্রলীগ নেত্রীবৃন্দ।তখন দোকান দার আনোয়ার ও রশিদের কাছে জান্তে চাইলে তারা জানায় চেয়ারম্যানের ফোফাত ভাই, ইউপি সদস্য ১নং ওয়ার্ডে’র মোঃআসরাফুল মেম্বার এবং চেয়ারম্যানের বাবার ফোফাত ভাই (চেয়ারম্যানের ঘনিষ্ট চাচা) ইউপি সদস্য ৬ নং ওয়ার্ডে’র মোঃ মমতাজউদ্দিন (মোন্তু মেম্বার) ও চকিদার মোঃ শাজাহান।

চেয়ারম্যানের যোগসাজশে বিক্রির জন্য চালে’র বস্তা গুলো তাদের দোকানে রাখাহয়।
তখন এলাকা বাসি দুর্নীতিবাজ চেয়ারম্যান সহ জরিতদের বিচার চেয়ে বিক্ষোব মিশিল করেন।
পরে খবর পেয়ে উপজেলা নির্বাহি অফিসার আটক কৃত চালে’র বস্তা জব্ধ করেন।






Comments are Closed