২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস – কাপাসিয়ায় আওয়ামী লীগের আলোচনা সভা ও মিলাদ মাহফিল
সাইদুল ইসলাম রনি, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ কাপাসিয়া উপজেলা শাখা ও সহযোগী সংগঠনের আয়োজনে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আ’লীগ দলীয় কার্যালয়ে আজ দুপুরে আলোচনা সভা ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
এ সভায় আ’লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, মহিলা আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ যোগদান করেন।
উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম খোকন, আব্দুল কাদির ফকির, রওশন আরা সরকার, যুবলীগ নেতা মাহবুব উদ্দিন সেলিম, সাখাওয়াত হোসেন প্রধান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল কাইয়ুম ভ’ইয়া, কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান মামুন বক্তব্য রাখেন।
সাবেক এমপি শহীদুল্লাহ বলেন, বিএনপি, জামাত রক্তের হেলি খেলা দেখতে ভালোবাসে তাই ২১ আগস্টে পরিকল্পিত ভাবে এ হামলা চালায়। এ হামলা খালেদা ও তারেক জিয়ার নির্দেশে হয়েছে। আমরা ২১ আগস্টের ঘটনার সাথে জড়িত সকল অপরাধির দ্রুত বিচার দাবি করছি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জালাল উদ্দিন, মুস্তফা কামাল, মনির হোসেন মানিক, রাজিব ঘোষ, মজিবুর রহমান, আলাউদ্দিন শেখ, ফারুক হোসেন, আবদুস সামাদ প্রমুখ।
আলোচলা শেষে মিলাদ মাহ্ফিল পরিচালনা ও দোয়া করেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
Comments are Closed