১৯৭,গাজীপুর-৪(কাপাসিয়া) ৮ প্রার্থী মনোনয়নপত্র জমা
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): ১৯৭,গাজীপুর-৪(কাপাসিয়া) আসনে একাদশ সংসদ নির্বাচনে আজ বুধবার বিকাল ৫ টা পযন্ত জেলা রিটার্নিং ও উপজেলা সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮ প্রার্থী।
বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় মনোনীত প্রার্থী তাজউদ্দীন আহমদ কন্যা সিমিন হোসেন রিমি এমপি, সাবেক মন্ত্রী আ.স.ম. হান্নান শাহ্’র ছেলে বিএনপির মনোনীত পার্থী শাহ্ রিয়াজুল হান্নান, সিপিবি’র মনোনীত প্রার্থী মানবেন্দ্র দেব, জাতীয় পার্টির মোশারফ হোসেন জয়, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নুরুল ইসলাম সরকার, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর অ্যাডভোকেট সারোয়ার-ই-কায়নাত, জাকের পার্টির জুয়েল কবির, স্বতন্ত্র প্রার্থী মনির হোসেন।
অপর দিকে আজ দুপুরে উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা মোসাঃ ইসমত আরা’র কাছে ২৮ নভেম্বর বুধবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী সাবেক মন্ত্রী ছেলে শাহ্ রিয়াজুল হান্নানসহ উপজেলা সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সাবেক সভাপতি অধ্যাপক এমদাদুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাস্টার, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুল করিম বেপারী প্রমুখ।
Comments are Closed