১৫ আগস্ট জাতীয় শোক দিবস -কাপাসিয়ায় কৃষক লীগের আলোচনা সভা
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় সভাপতি মোতাহার হোসেন মোল্লাহ বলেন সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে কৃষকরা ভালো ভ’মিকা পালন করবে। কারণ এ দেশের কৃষক দের হাতে ৭০% ভোট রয়েছে। বর্তমান সরকার কৃষিকে গুরুত্ব দিয়ে সার বীজ ও কৃষি উপকরণের দাম স্বাভাবিক রেখেছে । তিনি গতকাল মঙ্গলবার (৭ আগস্ট) বিকেলে গাজীপুরের কাপাসিয়া উপজেলা কৃষকলীগ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শহরের মোল্লা টাওয়ারে এসব কথা বলেন।
কাপাসিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো: শাকিল হাসান সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি, সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার শামসুল হক রেজা, কেন্দ্রীয় উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি আলম আহমদ, সহ সভাপতি এস এম আকবর আলী চৌধুরী, সদস্য জানি আলম কনক, জসিম উদ্দিন প্রধান, উপজেলা কমিটির সভাপতি আইনউদ্দিন, মাহবুবুল আলম বাবলু, আতিকুর রহমান লিটন, আব্দুর রশীদ সরকার, এডভোকেট মুরাদ, মজিবুর রহমান আঙ্গুর, হাফিজুল হক চৌধরী আইয়ুব, মোস্তফা কামাল প্রমুখ।
কেন্দ্রীয় উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি আলম আহমদ বলেন, শেখ হাসিনার উন্নয়নে দেশ আজ অনেক অনেক দূর এগিয়েছে। উন্নয়নের দ্বারাকে অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে সবাইকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
শহীদ তাজউদ্দীন আহমদ মুক্তিযোদ্ধা চত্বর থেকে এক শোক র্যালি বের হয়ে কাপাসিয়া শহর পদক্ষিণ করে।
Comments are Closed