সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের নৌকার পক্ষে গণসংযোগ
সাইদুল ইসলাম রনি,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি):
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪, কাপাসিয়া আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সিমিন হোাসেন রিমি’র পক্ষে তার ভাই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ গতকাল বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলা সদরে ও তরগাঁও ইউনিয়নের বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করেছেন। এ সময় তার সাথে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হালিম, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী বদু, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, জার্মান প্রবাসী ফারুক হোসেন, চিত্ত রঞ্জন সাহা, মইনুল হক মিলন, হাদিউল ইসলাম হাদি প্রমূখ। এছাড়া আওয়ামীলীগ দলীয় প্রার্থী সিমিন হোসেন রিমি বুধবার সকাল থেকে উপজেলার কড়িহাতা ইউনিয়নের ইকুরিয়া, হিজুলিয়া, জেলেপাড়া, পালপাড়া এবং তরগাঁও ইউনিয়নের দক্ষিন পাড়াসহ বিভিন্ন জায়গায় ব্যাপক গণসংযোগ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আলমগীর হোসেন আকন্দ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আইয়ূবুর রহমান সিকদার, সাধারণ সম্পাদক শাহ্ আলম সিদ্দিকী প্রমুখ।
Comments are Closed