সাফারি র্পাকে অসুস্থ এক সিংহীর মৃত্যু
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি র্পাকে অসুস্থ এক সিংহীর মৃত্যু হয়ছে। গতকাল বৃহস্পতবিার দুপুর ১টায় আফ্রকিান সাফারতিে ১১ বছর বয়সি সিংহীর মৃত্যু হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরর্বিতন মন্ত্রণালয়রে জ্যষ্ঠ তথ্য র্কমর্কতা দীপংকর এ তথ্য জানান।
তিনি জানান, গত বছররে ১১ আগস্ট সিংহীটির প্রথম অসুস্থতা শনাক্ত হয়। পানি জমে পেটের নিচে থলির মতো অংশ ঝুলে থাকতে দখো যায়। বভিন্নি সময় বাম পায়ে সমস্যা দখো দয়ে। মুখ দয়িে রক্ত বরে হয় এবং শ্বাসকষ্টজনতি লক্ষণ দখো যায়। পরে চিকিতসা চলতে থাকে। বৃহস্পতবিার সকাল থকেে আগের মতোই শ্বাসকষ্ট শুরু হলে দুপুর ১টার দিকে সিংহীটি মারা যায়।
গত ২ জানুয়ারি থকেে ২৪ জানুয়ারি র্পযন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি র্পাকরে ১১টি জব্রো ও একটি বাঘ মারা গছে।সেই রেশ কাটতে না কাটতইে এবার সিংহী মারা যাওয়ার খবর এলো।
« গাজীপুরে বাসের ধাক্কায় টেম্পু আরোহী শিশু শিক্ষার্থীসহ নিহত-২, আহত-২ (Previous News)
Comments are Closed