Main Menu

সাফারি পার্কে বৈঠক, ঢুকতে দেওয়া হয়নি মিডিয়াকর্মীদের

আমাদের গাজীপুর রিপোর্ট : গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এক মাসে মারা যায় ১৩টি বণ্যপ্রাণী। এদিকে ঐ প্রাণীদের মৃত্যুর প্রকৃত কারণ ও রহস্য উদ্ঘাটনে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তণ মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি এবং প্রাণী ও প্রানীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ডের সদস্যরা জরুরী বৈঠক করেছেন।

গত কাল (৯ ফেব্রুয়ারি ) দিনব্যাপী সাফারি পার্কের ঐরাবতী বিশ্রামাগারে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আর এতে পার্কের ১১টি জেব্রা, এক বাঘ ও এক সিংহীর মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য তদন্ত কমিটি এবং বিশেষজ্ঞ বোর্ডের বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে কিছুই জানা যায়নি এবং এ বিষয়ে তথ্য সংগ্রহের জন্য কোন মিডিয়া কর্মীদের ঐরাবতী বিশ্রামাগারের দিকে যেতে দেওয়া হয়নি। এমনকি বৈঠক শেষে কমিটির সদস্য কিংবা চিকিৎসক বোর্ডের কোন সদস্যও কোন মন্তব্যও করেননি।

এদিকে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, মিডিয়া কর্র্মীদের জন্য কোন ধরণের বাধ্যবাদকতা বা কোন ধরণের নিষেধাজ্ঞা ছিলো না। তবে স্যার বলেছেন, কোন মিডিয়া কর্মীকে এই বৈঠকে আমন্ত্রন জানানো হয়নি। সেই সাথে ঐরাবতী বিশ্রামাগারে যাওয়ার প্রবেশ দ্বারও বন্ধ করে রাখা হয়েছিলো।

সাফারি পার্কের প্রকল্প কর্মকর্তা মোল্লা রেজাউল করিম জানান, বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে তা আমার জানা নেই।
এ বিষয়ে স্থানীয় মিডিয়া কর্মীরা জানান, এই সাফারি পার্ক প্রতিষ্ঠার পর বুধবারই প্রথম মিডিয়াকর্মীরা মূল ফটক থেকে টিকিট কেটে পার্কের ভেতরে প্রবেশ করেছেন। পেশাগত দায়িত্ব পালনের জন্য এর আগে কখনো পার্কে প্রবেশ করতে কোনো মিডিয়া কর্মীকে টিকিট কাটতে হয়নি।






Comments are Closed