সমবায়ের মাধ্যমে মানুষের অভাবনীয় উন্নয়ন হয়: ডিজি
গাজীপুর প্রতিনিধি :
সমবায়ের মাধ্যমে মানুষের অভাবনীয় উন্নয়ন হয় বলে মন্তব্য করেছেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. শরিফুল ইসলাম। তিনি বলেছেন, ১৯০৪ সালে এই সমবায়ের শুরু, ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান সমবায়। মানুষের আর্ত সামাজিক উন্নয়ন করা সমবায়ের অন্যতম উদ্দেশ্য। মানুষের উন্নতি করার সম্ভাবনা তৈরি হলে আমাদের কাজ সাপোর্ট দেয়া। সমিতি শুরু করে দূর্বার গতিতে চলবে, আমরা আরো গতি বাড়িয়ে দিতে সহায়তা করবো। তাদের আষ্টেপৃষ্টে বাঁধবো না৷ সমবায়ের মাধ্যমে মানুষের অভাবনীয় উন্নয়ন হয়। আমরা চাই প্রত্যেকটা মানুষ কাজের মধ্যে থাকবে। দেশকে সর্বোচ্চ ভালো রাখবে।
রোববার সকালে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৩-২৪ এর আওতায় সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনদের সমন্বয়ে অবহিতরকণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজীপুরের প্রকৌশলী ভবনের হলরুমে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত নিবন্ধক (প্রশাসন, মাসউ ও ফাইন্যান্স) মোহাম্মদ হাফিজুল হায়দার চৌধুরী, যুগ্ম নিবন্ধক (প্রশাসন, মাসউ ও ফাইন্যান্স) রিক্তা দত্ত, ঢাকা বিভাগ ঢাকার যুগ্ম নিবন্ধক শেখ কামাল হোসেন, বক্তব্য রাখেন গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এম.এ বারী, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, আজকের পত্রিকার গাজীপুর প্রতিনিধি মো. আসাদুজ্জামান সাদ, গাজীপুর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি শরিফ ঢালী প্রমুখ।
সমবায়ের বিভিন্ন সেবাসমূহ সকলের সামনে তুলে ধরেন কর্মকর্তারা।
#
জাহিদ হাসান ভূঁইয়া
Comments are Closed