Main Menu

শ্রীপুরে ভ্রাম্যমান আদালতে জরিমানা

আমাদের গাজীপুরঃ গাজীপুরের শ্রীপুরে ভেজাল খাদ্য ও অসাস্থ্যকর পরিবেশে হোটেল ব্যবসা করার অপরাধে সাতটি খাবার হোটেল ও একটি বেকারীকে ভ্রাম্যমান আদালত ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করেছে। ১৭ অক্টোবর মঙ্গলবার বিকেল ৪টার সময় উপজেলার মাওনা চৌরাস্তা ও জৈনা বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক রেহেনা আকতারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তা বরমী হোটেলকে ৫০ হাজার টাকা, পেঙ্গুইন চাইনিজ রেষ্টুরেন্টকে ২০ হাজার টাকা, নিউ রাজধানী হোটেলকে ২৫ হাজার টাকা, আদি ধামরাই এন্ড সুইট মিট দোকানকে ১০ হাজার টাকা, নিউ চাঁদপুর হোটেল ১০ হাজার টাকা, সুমন বিরিয়ানি হাউজকে ৫ হাজার টাকা ও তেলিহাটি ইউনিয়নের জৈনা বাজার এলাকার নোয়াখালি হোটেলকে ২৫ হাজার টাকা, দয়াল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন জৈনা বাজারের ময়নসিংহ হোটেল কর্তৃপক্ষ ভ্রাম্যমান আদালতের অভিযানের খবর পেয়ে পালিয়ে যায়। এসময় ভ্রাম্যমান আদালতের অভিযানে উপস্থিত ছিলেন- ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক রোজিনা সুলতানা, জেলা খাদ্য পরিদর্শক মো: রফিকুল ইসলাম, মাওনা বাজার ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির সভাপতি মোশাররফ সরকার, শ্রীপুর থানার এস.আই আবুল হাসান। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক রেহেনা আকতার জানান, শ্রীপুরের বিভিন্ন হোটেল মালিকরা অসাস্থ্যকর পরিবেশে হোটেল ব্যবসা ও ভেজাল খাদ্য তৈরি করে আসছিল। যার প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। ভোক্তাদের অধিকার রক্ষার জন্য এরকম অভিযান অব্যাহত থাকবে।






Comments are Closed