শ্রীপুরে প্রধান শিক্ষক আটক
আমাদের গাজীপুরঃ চেক জালিয়াতির অভিযোগে শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নাধীন ত্রিমোহনী বি.ডি ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন রতনকে (৫০) গাজীপুর প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। জানা যায়, প্রধান শিক্ষক তার বিদ্যালয়ের তিনটি চেকের মাধ্যমে ৮১ হাজার ৮ শত টাকা সভাপতির স্বাক্ষর জাল করে উত্তোলন করার অপরাধে গত ২ ফেব্রুয়ারী ২০১৫ তারিখে তাকে বরখাস্ত করে। এ ঘটনায় গাজীপুর আদালতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আল-আমিন বাদী হয়ে সি.আর মোকদ্দমা নং ৮১৯/১৬ দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পিবিআই গাজীপুর আদালতে চার্জশীট দাখিল করলে ১৭ অক্টোবর মঙ্গলবার আদালতে জামিনের আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। উল্লেখ্য উক্ত অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের লক্ষাধিক টাকার ১৭টি ফলদ বৃক্ষ বিক্রির টাকা ও ৫০ হাজার টাকার একটি এফডিআর আতœসাতের অভিযোগ রয়েছে। তবে প্রধান শিক্ষক জানান, তিনি ষড়যন্ত্রের শিকার।
Comments are Closed