Main Menu

শোক দিবস প্রস্তুতি সভা – কাপাসিয়ায় কৃষক লীগের মাসব্যাপি কর্মসূচী

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি ):  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বিকালে বাংলাদেশ কৃষক লীগ কাপাসিয়া উপজেলা শাখা মাস ব্যাপি কমসূচি ঘোষণা করেছে। কৃষকলীগ কেন্দ্রীয় সভাপতি জাকসু সাবেক ভিপি আলহাজ¦ মোতাহার হোসেন মোল্লা আনুষ্ঠানিক ভাবে এ কর্মসূচী ঘোষণা করেন।

মাসব্যাপি কর্মসূচীতে রয়েছে উপজেলার প্রতিটি ইউনিয়নের তিন ওয়ার্ড সমন্বয়ে দোয়া ও মিলাদ মাহফিল হবে। শোক দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পথ সভা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।

মোতাহার হোসেন মোল্লা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলোর দিশারী ছিলেন। বঙ্গবন্ধু ও তাজউদ্দীন আহমদ এর দিক নির্দেশনায় আমরা আওয়ামীলীগের কর্মী হিসেবে কাজ করছি। বর্তমান সরকার কৃষিতে বিপ্লব ঘটিয়ে খাদ্যে স্বয়ং সম্পন্নতা অর্জন করে।

কৃষকলীগ উপদেষ্টা আলম আহমেদ বলেন, কাপাসিয়ায় আওয়ামীলীগে এখন হাইব্রিড এর ছড়াছড়ি। এখানে প্রকৃত আওয়ামীলীগেরা কুনডাসা।

উপজেলা কৃষক লীগ সভাপতি আইন উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কৃষক লীগ কেন্দ্রীয় উপদেষ্টা আলম আহমদ, কেন্দ্রীয় সহ-সভাপতি এস এম আকবর আলী চৌধুরী, জানি আলম কনক, আ. রশিদ সরকার, জসিম উদ্দিন প্রধান, আতিকুর রহমান লিটন, মনির হোসেন, মাহবুবুল আলম বাবলু, মজিবুর রহমান আঙ্গুর, হাফিজুল হক চৌধুরী আইয়ুব, অ্যাডভোকেট মুরাদ, আজম সরকার,শাকিল হাসান প্রমুখ।






Comments are Closed