Main Menu

রাণীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৩তম শাহদাত বার্ষিকী পালিত

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৩তম শাহদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ গাজীপুরের কাপাসিয়া দূর্গাপুর ইউনিয়ন শাখা ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১৫ আগস্ট বুধবার বিকালে রাণীগঞ্জ বাজারে ব্যবসায়ী সমিতির কার্যালয়ের মাঠে আলোচনা সভা ও মিল্লাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব ও তারাগঞ্জ স্কুল এন্ড কলেজের সভাপতি আশরাফুল আলম খোকন।

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বিনোদ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দূর্গাপুর ইউপি চেয়ারম্যান এম এ গাফ্ফার, জেলা যুব লীগের আহ্বায়ক কমিটির সদস্য নুরে আলম সুমন, উপজেলা যুব লীগ সহ সভাপতি জহির রায়হান, ইউনিয়ন আ’লীগ সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য কাইয়ুম মোল্লা, ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আকরাম হোসেন মাসুম, রানীগঞ্জ বাজার সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম, তারাগঞ্জ বাজার সমিতির সভাপতি শামীম ওসমান প্রমুখ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

আশরাফুল আলম খোকন বলেন, তাজ উদ্দীন আহমদের পরিবার সুনাম ধন্য পরিবার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়নের ব্যপারে তাজ উদ্দীন পরিবারকেই গুরুত্ব দিবে বলে আমি বিশ^াস করি। আগামী নির্বাচনে সরকারের উন্নয়ন জনসাধারণের কাছে তুলে ধরে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য নেতাকর্মীদের আহবান জানান। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু যে দেশ দিয়ে গেছেন সে দেশ ২০৪১ সালে এশিয়ার মধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে মাথা উঁচু করে দাড়াবে। ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ বিনির্মাণে প্রধান মন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

শোক দিবস উপলক্ষে রচনা, চিত্রাকংন ও কুইজ প্রতিযোগিতায় স্কুল এন্ড কলেজের বিজয়ী ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।






Comments are Closed