Main Menu

মানবাধিকার কর্মীকে গাজীপুরে নাগরিক সংবর্ধনা

গাজীপুর প্রতিনিধি : কেন্দ্রীয় সদস্য নির্বাচিত করায় বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের গাজীপুর মহানগর শাখার সভাপতি মো. আলাউদ্দিন চৌধুরীকে সংবর্ধনা  দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে সংগঠনটির জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে তাকে ওই সংবর্ধনা হয়েছে।

সাবেক সংসদ সদস্য ও ওই সংগঠনের গাজীপুর জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের চেয়ারম্যান ফরিদ উদ্দিন।  গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর অনুষ্ঠানটি উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান এম নাজিম উদ্দিন আল আজাদ, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ওসমান আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা শাখার সভাপতি মো. আব্দুল করিম, শেখ ফরিদা জাহান স্বপ্না, গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর মো. জবেদ আলী ও মো. শওকত আলম প্রমূখ।






Comments are Closed