মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে গাজীপুর সিটি প্রেস ক্লাবের র্যালী ও আলোচনা সভা
আমাদের গাজীপুর রিপোর্ট: গাজীপুরে অমর একুশ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতুভায়া দিবস পালিত হয়েছে। রোববার দিনগত রাত ১২টা ১ মিনিটে শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শ্রদ্ধা জানান।
এ সময় শ্রদ্ধা জানান জেলা প্রশাসক আনিসুর রহমান, পুলিশ সুপার , জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, জেলা পরিষদ, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শহিদদের শ্রদ্ধা জানান।
র্যালী শেষে গাজীপুর সিটি প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘ভাষাশহীদেরা আমাদের হৃদয়ে আছেন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতি মঞ্জুর হোসেন মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহেল, সহ-সভাপতি মিজানুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম রবিন, কোষাধ্যক্ষ মো: মনির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: হাসান আলী, সদস্য মো: আল আমিন, অফিস সম্পাদক আবুল হোসেন সবুজ, গোলাম রাব্বি আকন্দ ও জাহিদ হাসান ভূঁইয়া। বক্তারা বলেন, রক্তঋণে বাঁধা জাতি শ্রদ্ধাভরে স্মরণ করেন ভাষাশহীদদের। আদালতের রায়ে ও গবেষণাসহ সর্বক্ষেত্রে বাংলাভাষা প্রচলনের দাবী জানান।
Comments are Closed