Main Menu

বিচিত্র: মারা গেল চার পা বিশিষ্ঠ মুরগীর বাচ্চাটি

আমাদের গাজীপুর রিপোর্ট : গত কয়েকদিন পূর্বে গাজীপুরের কাপাসিয়ায় চার পা বিশিষ্ট এক মুরগীর বাচ্চার জন্ম হয়। উপজেলার বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের মো: আব্দুল বারেকের বাড়িতে এ বাচ্চাটির জন্ম হয়। ডিম ফোটে জন্ম নেয়া সব বাচ্চার মধ্যে ব্যতিক্রমি এই বাচ্চাটিও সুস্থ-স্বাভাবিক ছিলো।
বারেক-খোদেজা দম্পতি নিজ বাড়িতে প্রায় ১০টি মুরগী লালন-পালন করেন। এরমধ্যে একটি মুরগীর ডিম তা দেওয়ার পর ডিম ফোটে চার পা বিশিষ্ট মুরগীর বাচ্চার জন্ম হয়।
আব্দুল বারেক-খোদেজা দম্পতির পুত্র মো: আসাদুল্লা সুমন জানান, গত সোমবার (১৪ ফেব্রুয়ারি) চার পা নিয়ে ডিম থেকে একটি বাচ্চা ফোটেছে। এ ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়। এই বাচ্চাটিকে দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমিয়েছিলো বাড়িতে। তা দিতে থাকা মুরগীর ১০টি ডিম থেকে এরইমধ্যে ৫টি ডিম ফোটে বাচ্চা হয়। অন্য চারটি বাচ্চা স্বাভাবিক থাকলেও একটি বাচ্চা চার পা নিয়ে জন্মেছে। এতে করে ওই পরিবারের লোকজন হতবাক হয়ে যান। শুক্রবার সকালে বাচ্চাটি মারা যায় বলে জানান তারা।
এলাকাবাসি জানায়, মুরগীর দুটি পা থাকবে। এটিই স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেই মুরগীর যদি চার পা হয়, তাহলে তো সবাই অবাক হবেই। এই রকম আশ্চর্যজনক ঘটনা কাপাসিয়ায় এই প্রথম।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মো: এস.এম উকিল উদ্দিন জানান, অনেক সময় এই রকম ঘটনা শোনা যায়। এগুলো হয় সাধারণত জেনিটিক ডিজঅর্ডার বা জিনগত ত্রুটির কারণে। তবে এসব মুরগীর বাচ্চা তাদের স্বাভাবিক জীবন হারিয়ে অপেক্ষাকৃত দুর্বল হয়ে পড়ে। তারা বেশিদিন বাঁচতে পারে না। তবে আবার কোন কোন ক্ষেত্রে দেখা যায়, স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারলে বেঁচেও যেতে পারে।






Comments are Closed