Main Menu

বজ্রপাত ও ঝড়ে কাপাসিয়ায় শিক্ষার্থীসহ আহত ৫

কাপাসিয়া প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি)ঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, শিক্ষার্থীসহ আহত রয়েছেন পাঁচজন। শনিবার বিকালে উপজেলার রায়েদ, বেলাশী, আমরাইদ, টোক, আঞ্জাব, উত্তর খামের, তরগাঁও, সিংহশ্রী গ্রামে ব্যাপক ক্ষতি হয়। বোরো আবাদ নষ্ট হয়েছে বলে জানান স্থানীয় কৃষকরা।
আহতরা হলেন, উপজেলার দেওনা গ্রামের রমিজ এর ছেলে নুরুল ইসলাম (৪০), নুরুল ইসলামের মেয়ে নাইমা, উত্তর খামের গ্রামের রোজিনা (৫০), তরগাঁও গ্রামের তপনের ৫ম শ্রেণিতে পড়–য়া মেয়ে তনিমা(১৩), বাগের টেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া (১০)।
উপজেলার বেলাশী গ্রামের কৃষক হাবীবুর রহমান বলেন, এমনিতে, কি একটা রোগে ধান নষ্ট হয়েছে, আবার কালবৈশাখী ঝড়ে ধান ক্ষেত মাটিতে পড়ে গেছে। অটো চালক নাইম মিয়া জানান, ঝড়ে আমরাইদ বাজারের পাশে বিশাল এক আকাশী গাছ পড়ে থাকতে দেখিছি।
আমরাইদ বালিকা উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক মোকাররম হোসেন জানান, কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়ের একটি ঘরের টিনের ছাওনি নিয়ে অন্যত্র ফেলে দেয়। এতে বিদ্যালয়ের ক্ষতি হয়। শিক্ষার্থীরা বাড়ী ফেরার পর ঘটনা ঘটেছে।
শিক্ষক ফিরোজ মিয়া জানান, তরগাঁও গ্রামে খোকনের বাড়ীর ঘরের টিনের চাল উড়িয়ে নেয়। একই বাড়ীর আরেকটি ঘরের চালে পুরোনো একটি লিচু গাছ ভেঙে পড়েছে। বাড়ীর লোকজন অন্যত্র আশ্রয় নিয়েছে ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাকী বিল্লাহ জানান, উপজেলার বিভিন্ন স্থানে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। সিংহশ্রী গ্রামে একাধিক ঘরবাড়ী বিধ্বস্ত হয়েছে। তিন জন আহত হওয়ার খবর পেয়েছি।






Comments are Closed