Main Menu

প্রয়াত সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ স্মরণে গাজীপুরে দোয়া

গাজীপুর প্রতিনিধি: প্রবীণ সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের মৃত্যুতে গাজীপুর সিটি প্রেসক্লাবে বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে প্রখ্যাত সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ স্মরণে আলোচনা সভা শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়। ২৫ ডিসেম্বর দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সিটি প্রেসক্লাবের সভাপতি মঞ্জুর হোসেন মিলনের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন মিজানুর রহমান মিলন, সাইফুল ইসলাম খান, মাজহারুল ইসলাম রবিন, মো: মনির হোসেন, মো: আল-আমীন, আবুল হোসেন সবুজ ও গোলাম রাব্বী প্রমূখ।
বক্তারা বলেন, সাংবাদিক সমাজের অভিভাবক অবিভক্ত বিএফইউজের সাবেক সভাপতি ও মহাসচিব এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের মৃত্যুতে সাংবাদিকতা পেশার অপূরণীয় ক্ষতি হল। সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক পাওয়া জ্যেষ্ঠ সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের জন্ম ১৯৪৫ সালে নরসিংদীর মনোহরদী উপজেলার নারান্দী গ্রামে। একুশে পদক ছাড়াও তিনি অনেক সম্মাননা পেয়েছেন। সার্কভূক্ত দেশগুলোর সাংবাদিক ফেডারেশন সমন্বয়ে গঠিত দক্ষিণ এশিয়া সাংবাদিক সমন্বয় পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি। অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করা এই সাংবাদিক কিছুদিন অধ্যাপনা শেষে ১৯৬৮ সালে তিনি পাকিস্তান অবজারভার পত্রিকায় যোগ দেন। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান অবজারভারের চাকরি ছেড়ে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেন।






Comments are Closed