Main Menu

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

আমাদের গাজীপুর রিপোর্ট : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির দাবিতে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। গতকাল বুধবার শহরের রাজবাড়ি সড়কের দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে অংশ নেয় বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
বিক্ষোভ সমাবশেে সভাপতত্বি করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনকি সম্পাদক ও জেলা বিএরপির আহ্বায়ক ফজলুল হক মলিন। সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ি কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায়সহ জ্যেষ্ঠ নেতারা। বিকেল তিনটা থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকেন। এ সময় পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
জেলা বিএনপি নেতা সাখাওয়াৎ হোসনে সবুজের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব কাজী ছাইয়দেুল আলম বাবুল, কাপাসয়িা উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান, কালীগঞ্জ উপজলো বিএনপির আহ্বাবায়ক হুমায়ুন কবির মাস্টার, গাজীপুর সদর উপজলো বিএনপির আহ্বাবায়ক আবু তাহের মুসল্লি, শ্রীপুর উপজলো বিএনপি সদস্য সচিব আক্তারুল আলম মাস্টার, শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, জেলা যুবদলরে সভাপতি মনিরুল ইসলাম মনির, সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা শ্রমিক দলের সভাপতি আক্তারুজ্জামান বাবুল, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ইরানী সরকার, জেলা ছাত্র ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা প্রমুখ। সমাবেশ শেষে শহরে জনসচতেনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
গ্যাস, পানি ও বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।






Comments are Closed