দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
আমাদের গাজীপুর রিপোর্ট : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির দাবিতে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। গতকাল বুধবার শহরের রাজবাড়ি সড়কের দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে অংশ নেয় বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
ফজলুল হক মিলননের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ি কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায়সহ জ্যেষ্ঠ নেতারা। বিকেল তিনটা থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকেন। এ সময় পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
গ্যাস, পানি ও বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
« দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল (Previous News)
Comments are Closed