ঢাকা বিভাগের শ্রেষ্ঠ তদন্তকারী পুলিশ ইনিন্সপেক্টর মনিরুজ্জামান খান
সাইদুল ইসলাম রনি, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: ঢাকা বিভাগের শ্রেষ্ঠ পুলিশ তদন্তকারী কর্মকর্তা হিসেবে ঢাকা রেঞ্জ ডিআইজি পুরষ্কার পেয়েছেন কাপাসিয়া থানার ইন্সপেক্টর (অপারেশন) মনিরুজ্জামান খান। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা রেঞ্জ ডিআইজি অফিস কার্যালয়ের সম্মেলন কক্ষে এ পুরষ্কার তুলে দেন ঢাকা রেঞ্জ ডিআইজি চৌধূরী আব্দুল্লাহ আল-মামুন। একটি ক্লু-লেস রোড ডাকাতী মামলা ডিটেক্ট করায় তাকে এ সম্মাননা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি প্রশাসন আবুল কালাম আজাদ, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম সহ ঢাকা ও ১৭ জেলার পুলিশ কর্মকর্তা বৃন্দ।
উল্লেখ্য, গত ১৯ আগস্ট রাতে ঢাকা- কাপাসিয়া- কিশোরগঞ্জ মহা-সড়কে ডাকাতরা অন্য একটি পিকআপ দিয়ে ৪টি কোরবানী গরু ভর্তি একটি পিকআপ এর গতিরোধ করে। পরে গাড়ির ড্রাইভারসহ ২ জন গরু ব্যাবসায়ীর হাত-পা-মুখ বেঁধে মারধর করে নগদ ৮৫ হাজার টাকা, ২ টি মোবাইল, ৪ গরুসহ পিকআপ ডাকাতি করে পালিয়ে যায়। পরদিন কাপাসিয়া থানায় একটি ডাকাতি মামলা নেয়া হয়। মামলা তদন্তের দায়িত্বভার দেয়া হয় ইন্সপেক্টর অপারেশন মনিরুজ্জামান খানকে। এই ক্লু-লেস ডাকাতি মামলার রহস্য উৎঘাটন, ৭ ডাকাত গ্রেফতার, পিকআপসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে সক্ষম হন।
Comments are Closed