জনবল সংকট: বন্ধ গাজীপুরের ইজ্জতপুর স্টেশন
জনবল সংকট: বন্ধ গাজীপুরের ইজ্জতপুর স্টেশন
আমাদের গাজীপুর রিপোর্ট:
জেলার শ্রীপুর উপজেলার সবচেয়ে প্রাচীনতম রেলওয়ে স্টেশন হচ্ছে ইজ্জতপুর স্টেশন। আর এই প্রাচীনতম ও জনগুরুত্বপূর্ণ স্টেশনটি চালুর জন্য নেই কোন উদ্যোগ। এটি বন্ধ রয়েছে দীর্ঘ ১ যুগেরও বেশি সময় ধরে। এদিকে অযতœ, অবহেলা ও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে স্থাপনাগুলো ভেঙ্গে পড়তে শুরু করেছে। বর্তমানে মাদকসেবীদের আড্ডা ও আশ্রয়স্থলে পরিণত হয়েছে স্টেশনের জন্য নির্মিত ঘরগুলো।
এদিকে সরকারের দীর্ঘ মেয়াদি উন্নয়ন প্রকল্পের আওতায় একদিকে রেলওয়েতে যুক্ত হচ্ছে নতুন নতুন রুট। সংযোজন,পরিবর্ধণ হচ্ছে ইঞ্জিন,কোচ। অন্যদিকে কারিগরি জনবল সংকটে একে একে বন্ধ হয়ে যাচ্ছে রেল স্টেশন। তেমনি একটি স্টেশন হলো গাজীপুুরের ইজ্জতপুর রেলওয়ে স্টেশন। শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ রোডের ইজ্জতপুর রেলওয়ে স্টেশনটি পর্যাপ্ত লোকবলের অভাবে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ থাকায় এটি এখন বিপর্যস্ত হয়ে পড়েছে। এক যুগ আগে হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয় ইজ্জতপুর রেলওয়ে স্টেশনের কার্যক্রম। আর এতে করে অরক্ষিত হয়ে পড়েছে রেলওয়ে স্টেশনের পয়েন্টস ও স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিংগুলো। স্টেশন বন্ধ হওয়ায় ওই এলাকার ট্রেন যাত্রিরা পড়েছেন বেকায়দায় ও ভোগান্তি পোহাচ্ছেন দীর্ঘ এক যুগ ধরে। দীর্ঘদিন বন্ধ থাকায় রক্ষণাবেক্ষণের অভাবে চুরি ও নষ্ট হয়ে যাচ্ছে রেলওয়ের কোটি কোটি টাকার মূল্যবান সম্পদগুলো।
স্থানীয়দের তথ্যমতে ও রেলওয়ের উইকিপিডিয়া থেকে প্রাপ্ত তথ্যমতে, ১৯৬৫ সালে চালু হয় শ্রীপুর উপজেলার ইজ্জতপুর রেলওয়ে স্টেশন। সে সময় থেকে এই স্টেশনে ৩টি লোকাল ট্রেন যাত্রা বিরতি করতো। কিন্তু বিগত এক যুগেরও বেশি সময় ধরে এখানে কোন ট্রেনই যাত্রা বিরতি করছে না। জনবল সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে জনগুরুত্বপূর্ণ এই স্টেশনটি। আর এতে করে ভোগান্তিতে পড়েছেন এলাকার লক্ষাধিক মানুষ। বন্ধ স্টেশন ফের চালুর দাবীতে রেলওয়ে কর্র্তৃপক্ষের কাছে একাধিকবার লিখিত আবেদন ও মানববন্ধন করেছেন ভোগান্তিতে থাকা এলাবাসী। স্টেশনটি চালু হলে খুবই অল্প সময় ও অল্প খরচে জেলা শহর ও রাজধানীতে চলাচল করতে পারতো এলাকাবাসী।
এলাকাবাসীর ভোগান্তি লাগবের কথা ও দ্রুত সমস্যা দূর করে পুনরায় স্টেশনটি চালুর কথা জানিয়েছেন গাজীপুর-৩ আসনের সাংসদ মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ। স্টেশনটি চালু হলে আশপাশের ২৫-৩০ গ্রামের সাধারণ মানুষ দ্রুত যোগাযোগ ব্যবস্থার সুফল ভোগ করবেন। একই সাথে চরম ভোগান্তির হাত থেকে রক্ষা পাবে ৩০ টি গ্রামের মানুষ। এই প্রাচীণতম রেলওয়ে স্টেশনটি ফের চালুর দাবীতে শিক্ষার্থীও সাধারণ মানুষ একাধিকবার রেল পথ অবরোধ করে মানববন্ধন করেন।
প্রায এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ থাকায় ইজ্জতপুর স্টেশনটি এখন অচল হয়ে পড়েছে। ১২ বছর আগে এই স্টেশনে তিনটি লোকাল ট্রেন যাত্রা বিরতি করতো। বর্তমানে এ স্টেশনে কোন ট্রেনই যাত্রা বিরতি করেনা। তাই এলাকাবাসী এই স্টেশনটি ফের চালু ও মেরামতের জন্য প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর কাছে দাবী জানান। স্টেশনটি ফের চালু হলে এখানকার স্থানীয় ব্যবসায়ীদের জন্য পণ্য পরিবহনে কষ্ট লাঘব হবে।
এ বিষয়ে জয়দেবপুর জংশনের সাবেক স্টেশন মাষ্টার মো: জিয়া উদ্দিন সরদারের কাছে জানতে চাইলে তিনি জানান, ইজ্জতপুর স্টেশনটি দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে জনবল সংকটে।
সদ্য বিদায়ী স্টেশস মাষ্টার হারুন অর রশিদ বলেন, সরকার জনবল নিয়োগ দেয়া শুরু করেছে নিয়োগ সম্পূর্ণ হয়ে গেলে তাছাড়া ডাবল লাইনের কাজ চলছে। লাইনের কাজ হয়ে গেলে ইজ্জতপুর স্টেশনটি চালু হয়ে যাবে বলে জানান। এদিকে এলাবাসির সমস্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি এরই মাঝে স্টেশনটি পুনরায় চালু করতে রেলপথ মন্ত্রণালয়ে অনুরোধ জানিয়েছেন। তিনি আশা করছেন জনবল নিয়োগ করে ও অন্যান্য সমস্যা সমাধান করে অচিরেই আবারো চালু করা হবে স্টেশনটি।
Comments are Closed