জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে ——-হাসান উদ্দিন সরকার
গাজীপুর প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): নবগঠিত গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি হাসান উদ্দিন সরকার বলেছেন, যে কোন পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের ঐক্য বজায় রাখতে হবে। সামনে কঠিন সময় আসছে। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ না থাকলে এর চড়া মাসুল দিতে হবে। সরকার ফের নীলনক্সার নির্বাচনের পায়তারা করছে। জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে। তিনি বলেন, কাপুরুষের মতো হাজার বছর বাচাঁর চাইতে সুপুরুষের মতো এক দিন বাঁচাই শ্রেয়।তিনি বৃহস্পতিবার দুপুরে শহরের দলীয় কার্যালয়ের সামনে নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সরকার বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে কারাগারে আটক রাখা হয়েছে। অবিলম্বে তিনি দেশনেত্রীর মুক্তি দাবি জানান।
সম্প্রতি গাজীপুর মহানগর বিএনপির আহবায়ক কমিটি গঠিত হয়। কমিটিতে সাবেক এমপি হাসান উদ্দিন সরকারকে আহ্বায়ক ও মোঃ সোহরাব উদ্দিন যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে নবগঠিত গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ সোহরাব উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় সদস্য ডা. মাজহারুল আলম, বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, আফজাল হোসেন কায়সার, ড. শহিদউজ্জামান, কাজী মাহবুব উল হক গোলাপ, কাউন্সিলর হাসান আজমল ভূইয়া, আনোয়ারুল ইসলাম, বশির আহমেদ বাচ্চু, হুমায়ূন কবীর রাজু, আব্দুস সালাম, নাসিমুল ইসলাম মনির, সাজ্জাদুর রহমান মামুন, মহানগর যুবদল সভাপতি প্রভাষক বশির উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শাহিন, ছাত্রদল নেতা নাসির উদ্দিন, জিয়াউল কবির স্বপন, শরীফ আজাদ, শেখ সুমন, আব্দুর রহিম কালা প্রমুখ বক্তব্য রাখেন।
Comments are Closed