Main Menu

চন্দ্রায় ডিভাইন ফেব্রিকস-এ অগ্নিকান্ড

আমাদের গাজীপুর রিপোর্ট:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ডিভাইন ফেব্রিকস লিমিটেড নামক একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার (৪ মার্চ) বিকেল আনুমানিক ৪ টার দিকে এ তৈরি পোশাক কারখানায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের আড়াই ঘন্টার চেষ্ঠায় কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ পরিদর্শক সাইফুল ইসলাম জানান-চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ডিভাইন ফেব্রিকস লিমিটেড নামের একটি কারখানার বেশিরভাগ সেকশনই বন্ধ ছিল কিন্তু একটি সেকশনে কিছু শ্রমিক কাজ করছিল। তারা দুপুরের খাবার খাওয়ার জন্য যে যার মতো বাসায় চলে যায় এবং বিরতির পর আবার এসে কাজে যোগ দেয়। হঠাৎ বিকেল চারটার দিকে কারখানার ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন তারা।
তিনি আরো জানান-মুহূর্তেই আগুন কারখানার মধ্যে ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুরো কারখানায় আগুন আতঙ্ক ছড়িয়ে পড়লে শ্রমিকরা ছুটোছুটি করে কারখানা থেকে বের হয়ে আসে।






Comments are Closed