Main Menu

গাজীপুর-৪(কাপাসিয়া) আ.লীগ বিএনপি ব্যাপক প্রচারে রয়েছে

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): গাজীপুর-৪ কাপাসিয়ায় নির্বাচনী প্রচারনা যুদ্ধ শুরু হয়ে গেছে। শহরজুড়ে ঝুলছে হাজার হাজার পোস্টার। মাইকিংয়ে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। এমপি প্রার্থীদের সব প্রস্তুতি ছিল। শুধু অপেক্ষা ছিল প্রতীক বরাদ্দের দিনটির। গতকাল প্রতীক বরাদ্দপত্র হাতে নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা প্রয়াত হান্নান শাহ্’র ছেলে শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ তাঁর বাবার কবর জিয়ারত শেষ করে আজ ১১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ঘাগটিয়া এলাকায় ও কাপাসিয়া শহরে গণসংযোগ করে ভোট চান। দীর্ঘদিন পর মাঠে নেমে গনসংযোগ করতে পারায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ উৎসব পরিলক্ষিত হয়। এছাড়াও তারা বেগম খালেদার জিয়ার মুক্তি ও এমপি প্রার্থীর পক্ষে স্লোগান দিতে থাকেন। এদিকে গতকাল থেকেই প্রার্থীর প্রতীক পেয়ে তাদের প্রচারপত্র ছাপিয়ে বিকেল থেকেই বিলি করতে শুরু করেছে।

অন্যদিকে আওয়ামীলীগের প্রার্থী সিমিন হোসেন রিমি তার নির্বাচনী ইশতেহারে গুরুত্বারোপ করা হয়েছে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, অবকাঠামো, পরিবেশ, যোগাযোগ, ক্রীড়া সাংস্কৃতি ও নাগরিক কেন্দ্র, নারী উন্নয়ন, মুক্তিযুদ্ধ ও ঐতিহ্য সংরক্ষন, স্বর্নিভর কাপাসিয়া শহর ও অন্যান্য বিষয়। কাপাবাসীর সহানুভূতি, সহমর্মিতা ও আন্তরিক সহযোগিতা কামনা করে বলেন, বিগত সময়ে এমপি থাকাকালিন কাপাসিয়া বিশ্বের কাছে শান্তি অর্থনীতি, সমৃদ্ধি এবং পরিষ্কার পরিচ্ছন্ন শ্যামল সবুজে বসবাসযোগ্য কাপাসিয়া শহর মর্যদায় অধিষ্ঠিত হয়েছে। তাই সবাইকে আহবান করছি নৌকা মার্কায় ভোট দিয়ে পূনরায় এমপি বিজয় করার আহবান জানান।






Comments are Closed