গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন: সম্ভাব্য প্রার্থীদের নিয়ে সর্বত্র আলোচনা
সাইফুল ইসলাম খান: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসীল ঘোষণার আগেই নগরজুড়ে তোড়জোড় শুরু হয়েছে। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও সমর্থকরা ব্যানার পোষ্টার ও বিলবোর্ডে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়র পদে নির্বাচনে অংশ নেয়ার কথা জানান দি”েছন। এছাড়া জাতীয় পার্টির গাজীপুর মহানগর সভাপতি ও সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিনকে মেয়র পদে দলীয় মনোনয়ন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মেয়র পদে দলের যুগ্মমহাসচির মাওলানা গাজী আতাউর রহমানের নাম ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষা শেষে এবং ঈদুল আজহার আগে তিন ধাপে ২৩ মে থেকে জুনের মধ্যে পাঁচটি সিটি করপোরেশনে নির্বাচনের আয়োজন করবে ইসি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পাঁচ সিটি করপোরেশনের ভোট তিন ধাপে করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মে মাসের শেষ সপ্তাহে গাজীপুর সিটি করপোরেশনে এই নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। সম্প্রতি আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সভা শেষে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হওয়ার কথা জানিয়েছেন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।
গাজীপুর নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর প্রার্থীরা ডিজিটাল ব্যানার ও পোষ্টারে এলাকাবাসীকে শুভে”ছা জানিয়ে নিজেদের প্রার্থীতার কথা জানান দি”েছন। নগরীর প্রধান সড়ক, বিভিন্ন ভবন এবং অলিগলিতে পোষ্টার লাঘিয়ে ভোটার ও নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করছেন। মৃতব্যাক্তির নামাজে জানাযায় শরিক হয়ে ও সামাজিক অনুষ্ঠান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রার্থীতার জানান দি”েছন। বিলুপ্ত টঙ্গী পৌরসভার সফল মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. আজমত উল্লাহ খান মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ার জোর তৎপরতা চালা”েছন। তিনি রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে কথা বলছেন এবং নগরবাসীর দোয়া ও সমর্থন কামনা করছেন। দলীয় মনোনয়ন চাইবেন মহানগর আওয়ামীলীগের সহসভাপতি ও বর্তমান ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। মেয়র পদে তিনিও আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চাইবেন বলে এ প্রতিবেদককে তাঁর(কিরণ) ঘনিষ্টরা জানান। সাময়িকভাবে বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলম ও তাঁর সমর্থকরা মেয়র পদে আবারও মনোনয়নের প্রচারণা চালা”েছন। দলীয় মনোনয়ন চাইবেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল। দলীয় মনোনয়ন চাইবেন মহানগর আওয়ামী যুবলীগের যুগ্মআহবায়ক সাইফুল ইসলাম। মেজবাহ উদ্দিন সরকার রুবেল আওয়ামীলীগের মনোনয়ন চেয়ে সিটি নির্বাচনে নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন। জাতীয় পার্টির গাজীপুর মহানগর সভাপতি ও সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিনকে মেয়র পদে দলীয় মনোনয়ন চুড়ান্ত করেছেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের। সম্প্রতি জয়দেবপুর চৌরাস্তায় এক জনসভায় নিয়াজ উদ্দিনকে মেয়র প্রার্থী ঘোষণা করেন। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর সিটি মেয়র পদে দলের যুগ্মমহাসচির মাওলানা গাজী আতাউর রহমানের নাম ঘোষণা করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ১৮ মার্চ নগরীর সাগর সৈকত কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই মেয়র পদে প্রতিদ্ব›দ্বীতা থাকবেন বলে ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল নিজের প্রার্থীতা ঘোষণার সাথে সাথে নির্বাচনী ইশতেহারও ঘোষণা করেছেন। ২০ মার্চ ভাওয়াল জাতীয় উদ্যানে সংবাদ সন্মেলন করে সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নেয়ার কথা জানান। এছাড়া প্রত্যেক ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্ব›দ্বীতায় আগ্রহী বিপুল সংখ্যক ¯’ানিয় নেতা ও সমাজসেবক প্রচারণা চালা”েছন।
উল্লেখ্য, ২৩ মে থেকে জুনের মধ্যবর্তী সময়ের তিন ধাপে দেশের পাঁচটি সিটির ভোট করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনে ভোট নেওয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে। এপ্রিলের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করা হতে পারে বলে সূত্র জানায়।
Comments are Closed