Main Menu

গাজীপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন: মিলন সভাপতি ও রিয়াজ সাধারণ সম্পাদক

সাইফুল ইসলাম খান:
আজ মঙ্গলবার গাজীপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ফজলুল হক মিলন ও সাধারণ সম্পাদক পদে রিয়াজুল হান্নান বিজয়ী হয়েছেন। ৭০৬ ভোট পয়েে সভাপতি নির্বাচিত হলেন ফজলুল হক মিলন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. আব্দুল মোতালেব ৬২ ভোট পেয়েছেন।
অপরদিরক সাধারণ সম্পাদক পদে ৫৫৯ ভোট পেয়ে জয়লাভ করেছের শাহ রিয়াজুল হান্নান। তার নিকটতম প্রতিদ্বন্ধী সাইদুল আলম বাবুল পেয়েছেন ২০০ ভোট।
নির্বাচন কমিশনার সিদ্দিকুর রহমান আরো জানান, ৮০৮ জন ভোটাররে মধ্যে ৭৮০ জন ভোট দেন। এরমধ্যে ২২টি ভোট বাতিল হয়েছে।
আজ সকাল ১০টা থেকে গাজীপুর সদরের সাগর সৈকত কনফারেন্স হলে গাজীপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শুরু হয়। ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।






Comments are Closed