গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগ সমর্থিত প্যানেল জয়ী
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক পদে মো. শাহজাহানসহ ১৬টি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন।
ভোট গণনা শেষে শুক্রবার বেলা ১১টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আব্দুস ছালাম। এর আগে বৃহস্পতিবার দিনব্যাপী ভোটগ্রহণ হয়।
এ নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সহসভাপতি মো. আ. আলিম-২, সহসাধারণ সম্পাদক মো. সোলাইমান মিয়া স্বপনসহ ৫টি পদে জয়ী হয়েছেন।
তবে সদস্য পদে দুই ভোটের ব্যবধানে পরাজিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী মো. সাজ্জাদুল কবির সুমন তার ভোট পুণ:গণনার দাবি জানিয়ে আবেদন করেছেন। এ বিষয়ে আগামী রোববার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আব্দুস ছালাম।
Comments are Closed