গাজীপুরে প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে মানববন্ধন
গাজীপুর প্রতিনিধি : ১৯৭১ সালের ১৯ মার্চ গাজীপুরে প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধকে চলতি মার্চেই রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী জানিয়েছেন সশস্ত্র প্রতিরোধ যোদ্ধারা। ১মার্চ বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ির সামনে মানববন্ধন করে জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরের কাছে দাবীর কথা তুলে ধরেন।
গতকাল বৃহস্পতিবার সকালে ১৯৭১ সালের ১৯ মার্চের সশস্ত্র প্রতিরোধ যোদ্ধা ও গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের প্রচার সম্পাদক মো: ওলিউল্লাহ হাওলাদারের নের্তৃত্বে গাজীপুর শহরের মুক্তমঞ্চে সশস্ত্র প্রতিরোধ যোদ্ধারা একত্রিত হন। পরে তাঁরা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। এসময় জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর দাবীর সাথে একমত পোষণ করেন।
দাবী আদায়কারীদের পক্ষে মো: ওলিউল্লাহ হাওলাদার জেলা প্রশাসকের কাছে দাবীর যুক্তিকতা তুলে ধরে জেলা প্রশাসককে বলেন,
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১সালের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনের পর ১৯মার্চ পাকিস্তানিদের বিরুদ্ধে গাজীপুরে প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধে জীবন বাজি রেখে অংশ নেন। প্রথম সশস্ত্র প্রতিরোধ যোদ্ধারা দিবসটিকে রাষ্ট্রীয় স্বীকৃতি এবং মুক্তিযোদ্ধার স্বীকৃতি প্রধানমন্ত্রীর কাছে দাবী জানিয়েছেন।
১৯৭১সালের ‘১৯মার্চকে সশস্ত্র প্রতিরোধ দিবস’ ঘোষণা ও মুক্তিযোদ্ধার স্বীকৃতির দাবীতে গত ৩১ডিসেম্বর গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরের মাধ্যমে তৎকালীন সশস্ত্র প্রতিরোধ যোদ্ধারা প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি দেন। উল্লেখ্য জয়দেবপুর রেল গেইটে পাকিস্তাানিদের বিরুদ্ধে গাজীপুরে প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ সংঘটিত হয়।
গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর দাবীর সাথে একমত হন এবং প্রধানমন্ত্রীর দপ্তরকে অবহিত করবেন বলে জানান।
Comments are Closed